কিভাবে ইমুলেটর ছাড়া পিসিতে ফ্রি ফায়ার খেলবো বা ডাউনলোড দিবো?

আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নতুন পিসি বা কম্পিউটার কিনেছেন এবং ইতিমধ্যে আপনার পিসিতে ইমুলেটর চালু করে ফ্রি ফায়ার গেম টি খেলাও শুরু করে দিয়েছেন। কিন্তু আমার মত অনেকেই হয় ভাবছেন এই ইমুলেটর ছাড়া কি ফ্রি ফায়ার গেম খেলা সম্ভব পিসিতে? হ্যাঁ অবশ্যই সম্ভব। তবে আপনার কম্পিউটার যদি আপডেটেড বা কনফিগারেশন ভাল হয় তাহলে উইন্ডোজ ১১ এর মাধ্যমে কোন প্রকার ইমুলেটর ছাড়াই আপনি আপনার পিসিতে ফ্রি ফায়ার গেমটি ইন্সস্টল করতে পারবেন। আর এই ক্ষেত্রে ইমুলেটর থেকে অনেক ভাল পারফরমেন্স পাবেন ও বটে।

ইমুলেটর ছাড়া পিসিতে ফ্রি ফায়ার ভাল পারফরমেন্স পেতে যা যা প্রয়োজনীয়?

ফ্রি ফায়ার গেম পিসিতে স্মুথভাবে খেলতে চান, তবে ইন্টেল কোর i5 হলে ভালো চলবে। এছাড়া কম করে হলেও 4 থেকে 8 জিবি রেম এর মধ্যে পিসিটি হওয়া চাই। বিভিন্ন গেমিং পিসি ব্যবহার করলে স্মুথ ভাবে চলবে।2 জিবি রেমের পিসিতে ফ্রী ফায়ার গেমটি ইন্সটল করা সম্ভব হবে। তবে খেলা যাবে না, বা খেলতে বেশ কষ্ট হবে। তাছাড়া গেম খেলার জন্য লেটেস্ট কোন গ্রাফিক্স কার্ড সেটআপ করে নিবেন। যদি কম্পিউটার আগে থেকে গ্রাফিক্স কার্ড না থাকে, তবে বাজার থেকে কিনে মেনুয়ালি সেটআপ করে নিবেন।

গ্রাফিক্স কার্ড এর লেটেস্ট ভার্শন Intel Iris Pro Graphics 5200 GPU হলেও স্মুথভাবে চলবে। তবে উইন্ডোজের অন্যান্য ভার্সনগুলোতেও চলবে। এছাড়া সদ্য নতুন উইন্ডোজ 11 আসছে। সেটিতে কোন রকমের ইমুলেটর ব্যবহার না করে সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপ ইন্সটল করা যাবে।

কোনো ইমুলেটর ছাড়া কিভাবে পিসিতে ফ্রী ফায়ার ডাউনলোড করবেন এবং খেলবেনঃ

যেহেতু ফ্রি ফায়ারের কোনো পিসি ভার্সন আসেনি, কাজেই এটি ইমুলেটর ছাড়া ব্যবহার করা চলবে না। তবে উইন্ডোজ 11 তে যেকোনো এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা যায় বলে শুনেছি। উইন্ডোজ অপারেটিং সিস্টেম নতুন ১১ এর ভার্সন আনছে। এই অপারেটিং সিস্টেম ব্যবহারে আপনি ফ্রী ফায়ার চালাতে পারবেন । যখন ভার্সন আসবে সাথে সাথে আপনার কম্পিউটারে সেটআপ করে অ্যান্ড্রয়েড অ্যাপ চালাতে পারবেন।

https://topupinsider.com/wp-content/uploads/2022/10/windows-11-operating-system.png

আবার কম্পিউটারের জন্য বিভিন্ন এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে। সেখানে পিসি এপ্লিকেশন সাপোর্ট করে না। তবে এন্ড্রয়েড এপ্লিকেশন ব্যবহার করা যায়। উইন্ডোজের মতো করে তা সেট আপ করতে হয়। তবে এগুলো উইন্ডোজের মতো স্ট্রং ও জায়েন্ট অপারেটনিং সিস্টেম না। নিচে এরকম কতগুলো এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর নাম তুলে ধরা হলোঃ

  • PrimeOS.
  • Chrome OS.
  • Bliss OS-x86.
  • Phoenix OS.
  • OpenThos.
  • Remix OS for PC.
  • Android-x86.

কেন ফ্রী ফায়ার সরাসরি কম্পিউটার উইনডোজে ডাউনলোড করা যায় না?

আগে বলেছি, ইমুলেটর ব্যবহার করে কেবলমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ পিসি তে চালানো সম্ভব। তার কারণ অ্যান্ড্রয়েড অ্যাপ গুলো হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য .apk ফাইল। বিশেষ ধরনের সফটওয়্যার, যেগুলো পিসিতে কখনোই চালানো সম্ভব না। যদি না ইমুলেটর থাকে।

কিন্তু সেগুলো মোবাইল অ্যান্ড্রয়েড এর মত ছোটো অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। অপরদিকে উইন্ডোজ, লিনাক্স এসবের জন্য বড় রকমের সফটওয়্যার ব্যবহার করা সম্ভব। কাজেই অ্যান্ড্রয়েডের যেকোনো সফটওয়্যার রান করার জন্য ইমুলেটর প্লেয়ার আছে।

আমরা যেভাবে গান শোনার জন্য mp3 প্লেয়ার ইউজ করি। ভিডিও দেখার জন্য ভিডিও প্লেয়ার ব্যবহার করি, একইভাবে কম্পিউটারে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন চালানোর জন্য অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে। সেগুলো ব্যবহার করে কেবলমাত্র ফ্রী ফায়ার এর মত অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা চলবে।

বিভিন্ন অপারেটিং সিস্টেমে ফ্রী ফায়ার ও অন্যান্য গেমঃ

ম্যাক অপারেটিং সিস্টেমে ফ্রী ফায়ার ডাউনলোড

উইন্ডোজের যেভাবে ফ্রী ফায়ার ডাউনলোড করতে হবে সেভাবেই ম্যাক অপারেটিং সিস্টেমে ডাউনলোড করতে হয়। অর্থাৎ ইমুলেটর ব্যবহারে সবটা করতে হবে।

বিশেষ করে প্রথমত একটি এমুলেটর ব্যবহার করতে হবে। ইন্সটল করতে হবে। সেই ইমুলেটর ব্যবহার করে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে। একইভাবে ম্যাকের ক্ষেত্রে প্রযোজ্য। এমনকি লিনাক্স অপারেটিং সিস্টেমে একইভাবে আপনাকে ফ্রী ফায়ার কম্পিউটারে আনতে হবে।

মোবাইল ফোন অ্যান্ড্রয়েড এ ফ্রী ফায়ার ডাউনলোড।

ফ্রী ফায়ার গেমটি মোবাইল ফোন, এমনকি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাভেলেবল আছে। আপনাকে শুধুমাত্র প্লে স্টোরে যেতে হবে। সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আর যদি প্লে স্টোরে গিয়ে কাস্টম ব্রাউজার ব্যবহার করে ডাউনলোড করতে চান, তবে গুগোলে গিয়ে Download Free Fire Apk লিখে সার্চ করুন। ইংরেজিতে। সেখান থেকে সরাসরি  এপ্লিকেশনটি ইন্সটল করার জন্য বিভিন্ন সাইট চলে আসবে। যার মধ্যে আছে Apkpure, ApkMirror ইত্যাদি। এখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এবং ডাউনলোড করা ফাইল টি তে ক্লিক করলে ইনস্টল অপশন আসবে।

গ্রাহকদের নিয়মিত কিছু প্রশ্নের উত্তরঃ

ফ্রি ফায়ার কি?

উত্তরঃ ফ্রি ফায়ার মূলত একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার জাতীয় ব্যাটেল রয়্যাল গেম। গেমটি মূলত মোবাইল ফোনে খেলার উপযোগী। তবে এন্ড্রয়েড এর পাশাপাশি আইফোনের জন্যও প্রকাশ করেছে কোম্পানি। গেমটির মূল বিষয় হল ৫০ জন খেলোয়াড়ের সাথে নির্দিষ্ট একটি ময়দানে যুদ্ধ করে শেষ পর্যন্ত টিকে থাকা। মোবাইল ফোনে খেলার পাশাপাশি গেমটি কম্পিউটারেও খেলতে পারবেন, এবং উপরে আমরা কম্পিউটারে খেলার পদ্ধতি দেখিয়েছি।

ফ্রি ফায়ার গেমের জন্ম কোথায়?

উত্তরঃ ফ্রি ফায়ার গেমটি ভিয়েতনামের “১১১ডট স্টুডিও” দ্বারা নির্মিত এবং গারেনার দ্বারা প্রকাশিত একটি গেম। যা বর্তমানে “সেরা জনপ্রিয় গেম” নামে পদকপ্রাপ্ত।

ফ্রি ফায়ার গেমটি কত সালে বাজারে আসে?

উত্তরঃ ফ্রি ফায়ার প্রথম বাজারে আসে ২০১৭ সালে। এবং ঐ সালেরই নভেম্বর মাসের ২০ তারিখের দিকে শুভমুক্তি পায় গারেনার মাধ্যমে। যা ছিল মূলত অ্যান্ড্রয়েড ফোনে খেলার জন্য বেটা ভার্শন। ঠিক এরপরই ৪ই ডিসেম্বর আইফোনের জন্যও বাজারে আসে।

ফ্রি ফায়ার গেম খেলার নিয়ম কি?

উত্তরঃ প্রথমে আপনার ব্যবহিত ডিভাইসে উপরে দেখানো পদ্ধতি অবলম্বন করে ডাউনলোড এবং ইন্সটল করে নিন। এরপর গেমটি ওপেন করে আপনার পছন্দমত ভাষা নির্বাচন করে নিয়ে এবং প্রয়োজনীয় সেটিংস ঠিকঠাক করে নিন। গেমটিতে তিনটি মানচিত্র রয়েছে (কালাহারি, বারমুডা এবং পুরগেটোরি) পছন্দমত মানচিত্র বেছে নিয়ে যোগদান করুন খেলায়।

শুরুতে একটি বিমানের মাধ্যমে আপনার গন্তব্যে উরে যাবেন, এবং মানচিত্রের সঠিক যায়গায় চলে আসলে একটি প্যারাসুট এর মাধ্যমে মাটিতে অবতরণ করতে পারবেন। যেহেতু আপনার চারিদিকে শত্রুপক্ষের বিচরণ, এক্ষেত্রে কৌশলগত স্থান অবলম্বন করা জরুরী। কারন, শেষ পর্যন্ত টিকে থাকাই গেমটির মূল বিষয়।

ঠিক মাটিতে অবতরণ করার পরই আপনাকে প্রয়োজনীয় সরঞ্জামের সন্ধানে নেমে পরতে হবে। বিভিন্ন ধরণের ছোট বড় অস্ত্র, চিকিৎসা সরঞ্জাম, খুঁজে পাবেন পুরো অঞ্চল জুড়েই। তারপর প্রয়োজনীয় সরঞ্জামের সন্ধান মিলে গেলেই, ধীরে ধীরে কৌশল অবলম্বন করে যুদ্ধ শুরু করে দিতে হবে। যুদ্ধে ৫০ জনের মধ্যে টিকে থেকে প্রথম স্থান অর্জন করতে পারলে আপনি বিভিন্ন ধরণের পুরষ্কার, যেমনঃ বন্দুকের স্কিনস, পোষাক সহ আরও অনেক কিছু পেতে পারেন। গেমটিতে আপনার দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন সার্ভারের মাধ্যমে পরিচালিত করা হয়ে থাকে। যার ফলে আপনার বর্তমান লোকেশন অনুযায়ী বন্ধুবান্ধবের সাথে খেলার ক্ষেত্রে যথাযথ করে তোলে। এছাড়াও ফ্রি ফায়ার গেম খেলার নিয়ম আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের পরের লেখায়।

কম্পিউটারে ফ্রি ফায়ার খেলার জন্য কেমন হতে হয়?

উত্তরঃ উইন্ডোজ ভার্সন ৭, ৮ এবং ১০ (৬৪ বিট), সর্বনিম্ন কোর আই ৩ থাকতে হবে ২.৪ গিগাহার্জ এর। রেম থাকতে হবে ৪ জিবি, গ্রাফিক্স হতে হবে ইন্টেল এইচডি ৪০০০, এবং হার্ড ডিস্ক ন্যূনতম ৪ জিবি ফাঁকা থাকতে হবে।

বাটন ফোনে কি ফ্রি ফায়ার খেলা যায়?

উত্তরঃ ফ্রি ফায়ার গেমটি মূলত এন্ড্রয়েড মোবাইল ফোনের জন্য তৈরি করা। বাটন ফোনটি যদি এন্ড্রয়েড হয়ে থাকে তাহলে আপনি অনেক টিউটরিয়াল আছে সেই পদ্ধতি অবলম্বন করে খেলতে পারবেন।

শেষকথাঃ

আজকে আমরা জানলাম, ইমুলেটর না ব্যবহার করে কম্পিউটারে কিভাবে পিসিতে ফ্রি ফায়ার খেলব। পিসিতে উইনন্ডোজ, লিনাক্সে ইমুলেটর ব্যবহারে ফ্রি ফায়ার খেলা যায়। তাছাড়া এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম; যেমনঃ Phoenix OS, ব্যবহারে ফ্রি ফায়ার খেলা যায়। ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যদি গেমিং সম্পর্কিত কোন প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন আমরা চেষ্টা করবো আপনাদের পুরো একটি আর্টিকেলের মাধ্যমে নতুন তথ্য উপহার দেওয়ার। ভাল থাকবেন আল বিদা……