ফ্রি ফায়ার গেম খেলার নিয়ম। How to Play Free Fire Game?

বর্তমান টিনেজারদের মধ্যে এমন ছেলে মেয়ে পাওয়া দুষ্কর যারা ফ্রি ফায়ার সম্পর্কে জানে না। আজকের এই টিউনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ফ্রি ফায়ার সম্পর্কিত সকল তথ্য ও এই আলোচিত গেমটির খেলার নিয়ামাবলি।

আমরা সবাই জানি বর্তমান সময়ে ফ্রি ফায়ার নামটি খুবই জনপ্রিয়। এটি মূলত একটি ব্যাটেল রয়েল গেম। সম্প্রতি তথ্য অনুযায়ী প্রায় ৮০ মিলিয়নের অধিক একটিভ প্লেয়ার এর অন্তর্ভুক্ত। আপনারা চাইলে চেক করে দেখতে পারেন যে প্লে স্টোরে প্রায় ১ বিলিয়নের অধিক এই ফ্রি ফায়ার গেম টি ডাউনলোড হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন এর জনপ্রিয়তা সেই তুঙ্গে।

https://topupinsider.com/wp-content/uploads/2022/07/playing-free-fire-1024x573.png

দিন যত যাচ্ছে কিশোর বয়সের পাশাপাশি যুবক ছেলে মেয়েরা পর্যন্ত এই ফ্রি ফায়ার গেমটির প্রতি আসক্ত হচ্ছে। আপনারা এও দেখে থাকবেন যে এই গেম টির সবচেয়ে বড় কম্পিটিটর হচ্ছে পাবজি গেম। যদিও দুটি গেম একই আদলে ডেভেলপ করা হয়েছে কিন্তু তাদের মধ্যে পার্থক্য বিদ্যমান। তবে আপনার ভিতরে যদি একবার ইচ্ছে হয় ফ্রি ফায়ার গেম টি খেলবেন তাহলে আমরা মনে করি আপনার সামান্যতম বেসিক ধারনা থাকা দরকার। এই যেমন খেলার নিয়ামাবলি, জোন, ক্যারেকটার ইত্যাদি সম্পর্কে।

তবে আজকে এই টিউনে ফ্রি ফায়ার গেম খেলার নিয়ামাবলি এমনভাবে সাজানো হয়েছে যে, প্রথম থেকে শেষ পর্যন্ত পরলে আপনি শুরু থেকে ফ্রি ফায়ার গেমের প্রো হয়ে যাবেন।

ফ্রি ফায়ার কি?

ফ্রি ফায়ার হলো একটি মাল্টিপ্লেয়ার ব্যাটেল রয়েল গেম। যেই গেমটি ইন্টারনেট কানেকশনের মাধ্যমে খেলতে হবে। মজার ব্যাপার হলো ইন্টারনেট কানেকশনের মাধ্যমে পৃথিবীর যেকোন দেশ থেকে দুই বা ততোধিক প্লেয়ার গেম টি খেলতে পারবেন। যেহেতু গেমটি শুধু মাত্র মোবাইল ভার্সন হিসেবে ডেভেলপ করা হয়েছে তাই এর জনপ্রিয়তা একটু  বেশি।

গেরিনা ফ্রি ফায়ার গেম সম্পর্কিত কথাঃ

যেহেতু গেরিনা ফ্রি ফায়ার একটি আলটিমেট সার্ভাইভাল শুটার গেম (Ultimate Survival Shooter Game) আপনারা শুধু এই গেম টি মোবাইলের মাধ্যমেই খেলতে পারবেন। এই গেম টি তে মূলত Solo, Duo, Squad মোড রয়েছে। প্রত্যেক টা ম্যাচে ১২-১৫ মিনিটের জন্য ৫০ জন এলাইভ প্লেয়ার অ্যাভেইলেবল থাকে। আপনাকে অবশ্যই আপনার টিম কে নিয়ে ১২-১৫ মিনিট সার্ভাইভ করে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। এক কথায় যে টিম শেষ পর্যন্ত সার্ভাইভ করবে সেই টিমই জয়ী হবে। আর ফ্রি ফায়ারে জিতার নামকে বলা হয় Booyah। উপরোক্ত মোড গুলোর পাশাপাশি Classic, Clash Squad, Team Death Match, Rank ইত্যাদি মোড গুলো বিদ্যমান রয়েছে। এই গেম টি তে জনপ্রিয় দুইটি মোড আছে (১। Classic Mode ও ২। Clash Squad Mode)।

https://topupinsider.com/wp-content/uploads/2022/07/free-fire-modes.jpg

১। Classic Mode: এই মোডের মধ্যেই আপনি পেয়ে যাবেন Solo, Duo, Squad এই তিনটি মোড সাথে পাবেন ৫০ জন প্লেয়ার। যদি শেষ পর্যন্ত আপনি অথবা আপনার Squad টিকতে পারেন তাহলেই জয়ী হবেন। অপরদিকে Classic Mode কে অল্টারনেটিভ হিসেবে Rank মেচ হিসেবে পেয়ে যাবেন।

২। Clash Squad Mode: গেরিনা ফ্রি ফায়ার গেমে এটি একটি জনপ্রিয় মোড। আপনি এই মোডের মধ্যেও Rank Mode টি পেয়ে যাবেন। এক মাস পর পর এর Rank Season পরিবর্তন হয় বলে এর কনসেপ্টটিও একটু ব্যতিক্রম। এখানে আপনি Solo বা Duo এই মোডেই খেলতে পারবেন।

যেহেতু গেরিনা ফ্রি ফায়ার গেম টি  অন্যান্য গেম গুলো থেকে আলাদা তাই এর জনপ্রিয়তা এত বেশি।

মোবাইলে কিভাবে গেরিনা ফ্রি ফায়ার গেমটি ডাউনলোড করবেন?

যেহেতু গেরিনা ফ্রি ফায়ার গেম টি ফ্রি ভার্সন এর জন্য আপনাকে পে করতে হবে না। এন্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমের মোবাইলে আপনি সহজেই গেমটি ডাউনলোড করতে পারবেন। নিচে ডাউনলোড লিংক রয়েছেঃ

  • এন্ড্রয়েড মোবাইলের ডাউনলোড লিংকঃ
  • আইফোনের ডাউনলোড লিংকঃ

কম্পিউটার কিভাবে গেরিনা ফ্রি ফায়ার গেমটি খেলবেন?

আমাদের মধ্য এমন অনেকেই আছেন যারা ছোট স্ক্রিন থেকে বড় স্ক্রিন পছন্দ করেন মানে কম্পিউটারে গেম খেলতে খুব পছন্দ করেন। কিন্তু দুঃখের বিষয় এই যে গেরিনা ফ্রি ফায়ার গেমটি কোন পিসি ভার্সন নেই। তাহলে কিভাবে এই গেমটি কম্পিউটারে খেলবেন? খুব সোজা! যেহেতু আপনি কম্পিউটারে ফ্রি ফায়ার গেম টি খেলবেন তার জন্য আপনাকে অবশ্যই থার্ড পার্টি কম্পিউটার সফটওয়ারের সাহায্য নিতে হবে। আর এই সফটওয়ারকে ইমুলেটর বলা হয়। ইমুলেটর মূলত এন্ড্রয়েড অ্যাপ্স প্লেয়ার। অনেক কোম্পানি অনেক ধরনের ইমুলেটর বিল্ড করেছে। আপনাকে শুধু গুগলে গিয়ে লিখতে হবে “Emulator for Pc”। এর পর পেয়ে যাবে কিছু সংখ্যক জনপ্রিয় ইমুলেটর। তাদের কিছু নাম নিচে দেয়া হলঃ

https://topupinsider.com/wp-content/uploads/2022/07/emulator.png
  1. Ldplayer
  2. Bluestack
  3. Memu Player
  4. Nox Player
  5. Game loop

আপনি আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী ইচ্ছামত যেকোন একটি ইমুলেটর ডাউনলোড করে নিতে পারেন। ইমুলেটর টি ইন্সটল করার পর সম্পুর্ন মোবাইলের মতই ইন্টারফেস দেখতে পাবেন। আপনার মত করে যেভাবে মোবাইলে প্লে স্টোরে জিমেইল লগ ইন করেন একই ভাবে এখানে লগ ইন করুন। তার পর শুধু সার্চ বারে গিয়ে লিখুন Free Fire। পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেই গেরিনা ফ্রি ফায়ার গেমটি। শুধু ইন্সটল অপশনে ক্লিক করুন তারপরই খেলতে পারবেন আপনার কম্পিউটারে।

ফ্রি ফায়ার গেম খেলার নিয়মাবলি

এতক্ষণ আপনারা জানতে পেরেছেন কিভাবে ফ্রী ফায়ার কি করবেন এবং কিভাবে পিসিতে খেলবেন সে বিষয় সমুহ।এখন জানা যাক কিভাবে আপনারা ফ্রী ফায়ার গেমটি খেলতে নেই।

 ক্যারেক্টার বাচাইকরন

https://topupinsider.com/wp-content/uploads/2022/07/free-fire-character.png

এই গেমটি খেলার জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে সেটি হল ক্যারেক্টার নির্বাচন। যদিও গেমটিতে কিছু সংখ্যক ক্যারেক্টার রয়েছে কিন্তু প্রতিনিয়ত এখানে নতুন নতুন ক্যারেক্টার যুক্ত করা হচ্ছে। আপনি গেমটি মধ্যে দেখতে পাবেন যে এক একটা ক্যারেক্টারের এক এক রকম স্কিল রয়েছে এই জন্য এই গেমটি অন্যান্য আট-দশটা রয়েল ব্যাটেল গেম থেকে আলাদা। সবচেয়ে বড় মজার ব্যাপার হল আপনি এক একটা ক্যারেক্টারের মধ্যে অন্য ক্যারেক্টারের স্কিল বসাতে পারবেন। গেরিনা ফ্রি ফায়ার গেমে দুই ধরনের ক্যারেক্টার স্কিল রয়েছে।

  1. Active Character Skill
  2. Passive Character Skill

তবে এই গেমটির মধ্যে প্যাসিভ ক্যারেক্টার এর চেয়ে অ্যাক্টিভ ক্যারেক্টারগুলো তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়ে থাকে।অ্যাক্টিভ ক্যারেক্টার গুলোর মধ্যে আপনি চাইলে অন্যান্য অ্যাক্টিভ ক্যারেক্টারের স্কিল বসাতে পারবেন।অপরদিকে প্যাসিভ ক্যারেক্টারগুলো ক্ষেত্রে সেটা করতে পারবেন না।

ফ্রি ফায়ারে জনপ্রিয় একটিভ ক্যারেক্টার গুলো কি কি?

আপনাদের সুবিধার্থে এখানে কিছু জনপ্রিয় অ্যাক্টিভ ক্যারেক্টার গুলোর নাম তুলে ধরলাম। আপনি চাইলে এই ক্যারেক্টারগুলো নিয়ে গেম খেলতে পারেন। যেমনঃ

  1. Chrono
  2. K
  3. Wookong
  4. DJ Alok
  5. Skyler
  6. A124

ফ্রি ফায়ারে জনপ্রিয় প্যাসিভ ক্যারেক্টার গুলো কি কি?

অ্যাক্টিভ ক্যারেক্টার এর পাশাপাশি কিছু জনপ্রিয় প্যাসিভ ক্যারেক্টার রয়েছে ফ্রি ফায়ার গেমে।ক্যারেক্টার গুলোর নাম হলঃ

  • Hayato
  • Kelly
  • Andrew
  • Moco
  • Josep
  • Jai

এইসব ক্যারেক্টারগুলো ছাড়াও আরো নতুন নতুন একটিভ ও প্যাসিভ ক্যারেক্টার পেয়ে যাবেন ফ্রি ফায়ার গেমে।লক্ষ্যণীয় বিষয় যে, প্যাসিভ ক্যারেক্টার এর সংখ্যা অনেক বেশি একটিভ ক্যারেক্টারের থেকে। আপনি যদি ফ্রি ফায়ার গেমে বিগিনার হয়ে থাকেন তাহলে ডিফল্ট ভাবে কিছু ক্যারেক্টার পেয়ে যাবেন যাদের কোন প্রকার স্কিল নেই। তবে খেলারি স্কিল দিয়ে লেভেল বাড়ানোর মাধ্যমে আপনি নতুন নতুন ক্যারেক্টার আনলক করতে পারবেন। তবে কিছু কিছু ক্যারেক্টার কে গোল্ড আর ডায়মন্ড দিয়ে আপগ্রেড করতে হয়।

কিভাবে ফ্রিতে গোল্ড আর  ডায়মন নিবেন নিচে ক্লিক করুন।

Weapon

অনন্য রয়েল ব্যাটেল গেম গুলোর মতই আপনি এখানেও পেয়ে যাবেন উইপন।মোটামুটি প্রায় সব ধরনের gun এই গেমের মধ্যে এভেলেবেল রয়েছে । পাশাপাশি পেয়ে যাবেন অন্যান্য লুট এবং আইটেম। যার মধ্যে অন্যান্য জিনিসপত্র আছে যেগুলো দিয়ে আপনি যুদ্ধ করতে পারবেন।

ফ্রি ফায়ার গেমে গ্লো ওয়াল

গেরিনা ফ্রি ফায়ার গেমে গ্লো ওয়াল একটি গুরুত্বপূর্ণ বিষয়। যার মাধ্যমে আপনি খেলার সময় আপনার এনিমি দ্বারা ড্যামেজ হওয়া থেকে রক্ষা করবে। গ্লো ওয়াল বৈশিষ্ট্যটি সর্বপ্রথম ফ্রী ফায়ার গেমের  মধ্যেই ইন্ট্রোডিউস করা হয়। আপনি যত তাড়াতাড়ি গ্লো ওয়াল বসাতে পারবেন আপনার গেম খেলা তত তাড়াতাড়ি ইম্প্রুভ হবে। গেরিনা ফ্রি ফায়ার গেমের মধ্যে এই বৈশিষ্ট্যটি থাকার কারণেই অন্যান্য রয়েল ব্যাটেল বা মাল্টিপ্লেয়ার গেম থেকে সম্পূর্ণ আলাদা।

ফ্রি ফায়ার গেমে Control

অন্যান্য রয়েল ব্যাটেল গেমগুলোর মতই ফ্রী ফায়ার গেমেও control একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ফ্রি ফায়ার গেমে প্রো হতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই Control ঠিক রাখতে হবে। যদিও প্রথমদিকের ডিফল্ট ভাবে কন্ট্রোল থাকে যার মাধ্যমে আপনি খেলা শুরু করতে পারেন কিন্তু পরবর্তীতে আপনি চাইলে আপনার মত করে কন্ট্রোল সেটআপ করে নিতে পারেন।

শেষ কথাঃ

এই আর্টিকেল এর মধ্যে চেষ্টা করেছি সীমিত পরিসরে কিভাবে ফ্রি ফায়ার খেলার নিয়মাবলী আলোচনা করা যায় তাই করেছি। আপনাদের উৎসাহ পেলে আরো নতুন নতুন আপডেট নিয়ে খেলার নিয়মাবলী জন্য আরো নতুন আর্টিকেল আসবে সেই জন্য আপনারা নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন কোন ম্যাচ টি খেলতে আপনি পছন্দ করেন আর কিভাবে খেলবেন সে বিষয়ে আর্টিকেল লেখা হবে।