আপনি যদি ফ্রী ফায়ার গেম এর মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলে আপনাকে স্বাগতম। আমরা সবাই চাই যখন আমরা ফ্রী ফায়ার গেম খেলব খেলতে খেলতে প্রো হয়ে যাওয়া। আসলে খেলার পারফরম্যান্স কেমন হবে তার সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার ফ্রী ফায়ার গেমের সেটিংস এর উপরে। ফিফার গেম এর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেগুলো ঠিকভাবে সেটিংস করতে পারলে আপনার পারফরম্যান্স অনেক ভালো হবে।
এ যেমন ক্যারেক্টার কাস্টোমাইজেশন, ওইপোন আপডেট, উইপোন সেটিং, অর্থাৎ আপনার উইপন গুলো কোথায় কিভাবে সেট করবেন তার ওপর আপনার খেলার পারফরমেন্স অনেকাংশ নির্ভর করে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রী ফায়ার এ কাঠামোগতভাবে সেটিংস করে খেলায় পারফরম্যান্স ভালো করা যায়। আর আমি আজকে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি যদি আপনারা ফ্রী ফায়ারে কন্ট্রোল সেটিং টা ভালোভাবে করতে পারেন তাহলে ফ্রি ফায়ারে আপনি প্রো হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক।
বিঃ দ্রঃ ফ্রী ফায়ার এর সেটিংস গুলো দেখানোর আগে আপনাদের কাছে অনুরোধ রইল উপরের স্ক্রিনশট গুলোকে অনুসরণ করুন। স্ক্রিনশট গুলো দেখলে সহজে বুঝতে পারবেন কিভাবে সেটিংস করতে হবে।
১ম ধাপঃ
প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে সরাসরি কন্ট্রোল সেটিং এ চলে যান। কন্ট্রোল সেটিংস এর মধ্যে যেই ধাপগুলো আছে সেগুলো সঠিকভাবে সেটিংস করতে পারলে এনিমির বিরুদ্ধে ড্যামেজ দিতে পারবেন ভালোভাবে। কন্ট্রোল সেটিংস এ যাওয়ার পর প্রথমেই দেখতে পারবেন Aim Precision নামক একটা অপশন। তারই বরাবর ডান পাশে দেখতে পারবেন তিনটি অপশন যথাক্রমে Default, Precise on scope ও Full control।
আপনারা যদি ডিফল্ট অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে এনিমিকে যখন এইম করবেন তখন অটোমেটিক্যালি এইমটা লক হয়ে যাবে। আর যদি আপনারা precise on scope অপশনে রেখে খেলেন তাহলে কখনো এনিমিকে শুট করলে তার শরীরে লাগবে কখনো আবার কখনো লাগবে না। কথা হচ্ছে এ সেটিংস দেখে খেললে মাঝে মাঝে এনিমিকে গুলি করলে লাগতেও পারে নাও লাগতে পারে। আর যদি আপনারা full control অপশনে রেখে খেলেন তাহলে আপনি যেভাবে খুশি এনিমিকে শুট করতে পারবেন।
এক কথায় এই অপশন রেখে খেললে আপনি এনিমির যেখানেই শুট করবেন সেখানে গিয়েই লাগবে। বলে রাখা ভালো এই অপশন অন করে যখন খেলবেন বিগিনার হিসেবে আপনার খেলার কন্ট্রোল টা হারিয়ে ফেলবেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কোন সেটিং টা করে আমাদের খেলা উচিত? তাই আমাদের পরামর্শ থাকবে আপনারা অবশ্যই উপরের ডিফল্ট অপশনটি সিলেক্ট করে খেলবেন তাহলে এনিমির যেখানে খুশি সেখানে সুন্দরভাবে শুট করতে পারবেন। আর বেশিরভাগ প্রো প্লেয়াররা এই সেটিংসটা করেই খেলে থাকে। সুতরাং ডিফল্ট অপশনটাই সিলেক্ট করে রাখুন।
২য় ধাপঃ
তারপরের নিচের অপশনটি দেখতে পাবেন Lift Fire Button । এরই ডান পাশে দেখতে পাবেন Always ও Show When Scoped নামক দুটি অপশন। আপনারা যখন Show When Scoped অপশনে রেখে খেলবেন এনিমির বরাবর গুলি করার জন্য স্কোপ টা অন রাখবেন তখন দেখবেন ডানপাশে স্কোপের পাশে ফায়ার বাটন থাকবে। আর যখন স্কোপ বাটন টি অন করবেন তখনই ফায়ার বাটনটি দেখতে পারবেন।
আর যদি আপনারা always অপশনে রেখে খেলেন তাহলে স্কূপ বাটনটা অন করলেও ফায়ার বাটন দেখতে পাবে। এমন কি স্কোপ বাটনটি অন না করলেও ফায়ার বাটনটি দেখতে পাবেন। তার মানে হচ্ছে এই অপশনটি অন করে খেললে আপনারা সব সময় ফায়ার বাটনটি দেখতে পাবেন। যদি আপনি নিশ্চিত ভাবে আপনার খেলার পারফরমেন্স বুস্ট করতে চান তাহলে পরামর্শ থাকবে এই অপশনটি অন করে খেলবেন।
৩য় ধাপঃ
তারপর নিচের অপশনে দেখতে পাবেন Quick Weapon Switch অপশনটি। এরই ডান পাশে রয়েছে অন এবং অফ নামক দুইটি অপশন। এই অপশনটি যদি আপনি অন করে খেলেন তাহলে দেখতে পাবেন স্ক্রিনের নিচে একটি অতিরিক্ত অপশন দেখতে পাবেন। সে অপশনের মাধ্যমে আপনি গান চেঞ্জ করে নিতে পারবেন। আর যদি এই অপশনটি অফ করে খেলেন তাহলে ওই নিচের অপশনটি দেখতে পাবেন না আর চাইলেই গান চেঞ্জ করতে পারবেন না।
এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সেটিংসটি অন বা অফ রেখে খেলব কিনা। পরামর্শ থাকবে এই অপশন টি অফ রেখেই খেলবেন। খেলার সময় স্ক্রিনে অতিরিক্ত অপশন থাকলে খেলার মজা নষ্ট হয়ে যায়। আর প্রো প্লেয়াররা সাধারণত এই অপশনটি অফ রেখেই খেলে।
৪র্থ ধাপঃ
এরই নিচের ধাপে দেখতে পাবেন Quick Reload নামক একটি অপশন। এই অপশনটি ডান পাশে দেখতে পাবেন অন ও অফ নামক দুটি অপশন। যদি আপনারা এই অপশনটি অন রেখে খেলেন তাহলে স্ক্রিনের ডান পাশের বাম কর্নারে অতিরিক্ত আরেকটি অপশন দেখতে পাবেন সেটির মাধ্যমে আপনি চাইলেই গানটা রিলোড করতে পারবেন।
আর যদি এই অপশনটা অফ রেখে খেলেন তাহলে ওই অপশনটা স্ক্রিনে দেখতে পাবেন না আর চাইলে গান রিলোড ও করতে পারবেন না। এখন কথা হচ্ছে এই সেটিংসটা আপনি অন রাখবেন বা অফ রাখবেন কিনা। পরামর্শ থাকবে এই অপশনটা অফ রেখে খেলবেন কারণ খেলার সময় এই অপশনটা আহামরি দরকার হয় না।
৫ম ধাপঃ
তারপর নিচে যে অপশনটি রয়েছে সেটি হল Hold Fire to Scope । একইভাবে এরও ডান পাশে দেখতে পারবেন অন অফ নামক দুটি অপশন। আপনি যদি এই অপশনটি অন করে খেলান তাহলে এনিমিকে গুলি করার সময় স্কোপ অপশনটি দেখতে পাবেন। আর যদি এই অপশনটি অফ রেখে খেলেন তাহলে এনিমিকে গুলি করার সময় স্কোপ অপশনটি দেখতে পাবেন না। পরামর্শ থাকবে প্রো প্লেয়ারদের মত করে আপনি এই সেটিংস টা অন করে রাখবেন যাতে করে আপনার ফ্রি ফায়ার গেম পারফরম্যান্স বুষ্ট হয়।
৬ষ্ট ধাপঃ
তারপর নিচে যে অপশনটি রয়েছে সেটি হল Grenade Slot । এই অপশনটি ডান পাশে দেখতে পাবেন single slot ও double slot নামক দুটি অপশন। এই অপশন এর মধ্যে যদি আপনি ডাবল স্লট অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে দেখতে পাবেন স্ক্রিনের বাম পাশে গ্রেনেদের দুইটা অপশন থাকবে দুইটি আলাদা হয়ে যাবে। আর যদি এই অপশনটির সিঙ্গেল স্মার্ট টি সিলেক্ট করে খেলেন তাহলে গ্রেনেডে দুইটা অপশন পাশাপাশি থাকবে। পরামর্শ থাকবে খেলার সুবিধার্থে আপনারা সিঙ্গেল স্লট টি সিলেক্ট করেই খেলবেন।
৭ম ধাপঃ
এরপরই নিচের অপশনে দেখতে পারবেন Smart Throw নামক একটি অপশন। এই অপশনেরও ডানপাশে দেখতে পাবেন অন এবং অফ নামক দুটি অপশন। আপনারা যদি এই অপশনটি অন করে খেলেন তাহলে স্কিনের বাম পাশে একটা অপশন থাকবে সে অপশনে ক্লিক করার সাথে সাথে গোল্ড অটোমেটিক চলে আসবে।
আর যদি এই অপশনটা অফ করে ফেলেন তাহলে দেখতে পাবেন গোল্ড অটোমেটিক্যালি আসবেনা। প্রথমে বাম পাশের অপশনে ক্লিক করার পর ডান পাশের একই রকম অপশনে ক্লিক করলে তারপর আসবে। আপনারা যদি প্রো প্লেয়ারদের মত করে খেলতে চান তাহলে এ অপশনটা অন করে খেললেই ভালো হবে।
৮ম ধাপঃ
অষ্টম ধাপের অপশনটি হলো Vehicle Controls । এই অপশনটির ডানপাশে দেখতে পাবেন দুটি অপশন যথাক্রমে two-handed ও one-handed। যদি আপনারা এই অপশনের টু হান্ড্রেড অপশনটি সিলেক্ট করে ফেলেন তাহলে দেখতে পারবেন গাড়ি চালানোর সময় চারটা কন্ট্রোলার পাবেন যার মাধ্যমে আপনি সহজেই আপনার গাড়ির কন্ট্রোল করতে পারবেন। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো সবাই এই সেটিংসটি ব্যবহার করে।
আর যদি এই অপশনের ওয়ান হান্ডেড অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে আপনি গাড়ি চালানোর সময় যে চারটা অপশন ছিল সেই চারটা অপশন পাবেন না। আর এই চারটা অপশন যদি না পান তাহলে আপনি গাড়ি সঠিকভাবে ও ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু গাড়ি চালানোর জন্য একটি জয়স্টিক পাবেন যেটি দিয়ে কন্ট্রোল করাটা অনেকটা দুঃসাধ্য ব্যাপার। তাই পরামর্শ থাকবে এই অপশনের টু হ্যান্ডেড অপশনটি সিলেক্ট করে খেলুন।
৯ম ধাপঃ
নবম ধাপের যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হল Auto Parachute নামক একটি অপশন। এই অপশনটির ঠিক ডান পাশেই দেখতে পাবেন আরো দুটি অপশন অন এবং অফ। এই অপশনটি যখন আপনি অন করবেন খেলার সময় আপনি যখন ল্যান্ডিং করবেন তখন আর প্যারাসুট ম্যানুয়ালি অন করতে হবে না অটোমেটিক্যালি অন হয়ে যাবে।
আর যদি এই অপশনটি অফ রাখেন তাহলে লেন্ডিং করার সময় আপনাকে হাত দিয়ে চাপ দিয়ে প্যারাসুট অন করতে হবে। তো পরামর্শ থাকবে এই অপশনটি অন করে নিবেন।
১০ম ধাপঃ
তারপর নিচে যে অপশনটি আছে সেটি হল Run Mode। এই অপশনটি ডান পাশে তিনটি অপশন দেখতে পাবেন যথাক্রমে Classic, Drag এবং Mixed। যদি আপনি এই অপশন থেকে মিক্সড অপশনটি অন করে খেলেন তাহলে স্ক্রিনে দেখতে পারবেন বাম পাশে দৌড়ানোর একটি বাটন আছে সেটাতে ক্লিক করলে ক্যারেক্টার দৌড়াবে তাছাড়া জয়স্টিক বাটনেও ক্লিক করলে আপনার ক্যারেক্টার টি দৌড়বে।
আর যদি আপনি ড্রাগ অপশনটি সিলেক্ট করে খেলান তাহলে দেখতে পাবেন দৌড়ানোর যে বাটনটি আছে সেটাতে ক্লিক করলেও ক্যারেক্টার দূর হবে আর তাছাড়া জয়স্টিক বাটনে চাপ দিয়ে ড্রাগ করে টেনে ধরে রাখলেও ক্যারেক্টারটি দৌড়াবে। আর যদি আপনি ক্লাসিক অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে দেখতে পাবেন দৌড়ানোর যে বাটনটা ছিল ওটা আর থাকবে কিন্তু জয়স্টিক বাটন দ্বারা ড্রাগ করে ক্যারেক্টার কে দৌড়াতে পারবেন না।
শুধুমাত্র দৌড়ানোর যে বাটন আছে ওইটা দিয়েই ক্যারেক্টার কে দৌড়াতে পারবেন। তবে পরামর্শ থাকবে ক্লাসিক অপশনটি সিলেক্ট করে খেলবেন। ফ্রী ফায়ার প্রো প্লেয়াররা এই সেটিংসটি করে খেলে থাকেন।
১১ম ধাপঃ
তারপর নিচে যেই অপশনটি দেখতে পারবেন সেটি হল In-game Tips । এই অপশনটির ডান পাশে দেখতে পাবেন ডিফল্ট ও সিম্প্লিফাইড নামক দুটি অপশন। যদি আপনি এই অপশন থেকে ডিফল্ট অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে দেখতে পারবেন স্কিনের মাঝ বরাবর দেখতে পাবেন লোকেশন ট্র্যাক করার জন্য বড় আকারে লেখা কিন্তু এর জন্য সামনের রাস্তাটা পরিষ্কারভাবে নাও দেখতে পারেন।
আর যদি এই অপশন থেকে সিম্প্লিফাইড অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে দেখতে পাবেন স্কিনের বাম পাশের উপরে কর্নারে ছোট্ট করে লেখা। আর পরামর্শ থাকবে এ অপশন থেকে সিম্প্লিফাইড অপশনটি সিলেক্ট করে খেলবেন।
১২তম ধাপঃ
ফ্রী ফায়ার গেমের সেটিংস এর পরবর্তী অপশনটি হলো Elimination Notifications । উপরের অপশনের মত এই অপশনটির ডানপাশে একইভাবে লেখা ক্লাসিক ও সিম্প্লিফাইড অপশন দুটি। যদি আপনি এই অপশন থেকে ক্লাসিক অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে দেখতে পাবেন যখন আপনি এনিমি কে নক করবেন স্কিনের উপরে সুন্দরভাবে বড় করে দেখতে পাবেন।
আর যদি সিম্প্লিফাইড অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে এনিমিকে নক করার সময় যে চিহ্নটি বড় করে দেখতেন সেটি আর বড় করে আসবে না ছোট করে দেখাবে। সুতরাং পরামর্শ থাকবে এই অপশন থেকে ক্লাসিক অপশনটি সিলেক্ট করে খেলবেন।
১৩তম ধাপঃ
তারপর আপনারা সেটিংস এর ১৩ তম যে অপশনটি দেখতে পাবেন সেটি হল Damage Indicator । এই অপশনটির ডান পাশে দেখতে পাবেন ক্লাসিক ও নিউ নামক দুটি অপশন। আপনি যদি এই অপশন থেকে ক্লাসিক অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে দেখতে পাবেন যখন আপনার এনিমি কে ড্যামেজ দিবেন তখন হলুদ করে ছোট আকারে দেখাবে।
আর যদি এই অপশন থেকে নিউ অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে দেখতে পাবেন আপনি এনিমিকে ড্যামেজ দেওয়ার সময় লেখাগুলো সাদা এবং বড় আকারে হয়ে আসবে। তবে পরামর্শ থাকবে এই অপশন থেকে সাদা অপশনটি সিলেক্ট করে খেলবেন।
১৪তম ধাপঃ
সেটিংস এর ১৪ তম অপশনটি হলো Auto Switch Gun । কি অপশনটি ডান পাশে অন্যান্য অপশন গুলোর মতই দেখতে পাবে অন এবং অফ নামক দুইটি অপশন। এই অপশন থেকে যদি অন অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে দেখতে পাবেন যখন আপনি এনিমিকে গুলি করতে করতে আপনার গুলি শেষ হয়ে যাবে আপনার হাতে থাকবে দুইটি গান একটি গান অটোমেটিক্যালি আপনার হাতে চলে আসবে।
আর যদি অপশন থেকে অফ অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে এনিমিকে গুলি করতে করতে যদি আপনার গুলি ফুরিয়ে যায় বা শেষ হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি অন্য গানটি হাতে আসবে না। সুতরাং পরামর্শ থাকবে যখন আপনারা খেলবেন তখন এই অপশন থেকে অন করে খেলবেন।
১৫তম ধাপঃ
আপনার সেটিংস এর পরবর্তী অপশনটি হল Visual Effects। এই অপশনটি ডান পাশে দেখতে পাবেন তিনটি অপশন যথাক্রমে ক্লাসিক , ডার্ক ও নো ব্লাড। যদি আপনি এই অপশন থেকে ক্লাসিক অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে দেখতে পাবেন যখন আপনি জোনের মধ্যে থাকবেন আপনার ক্যারেক্টার এর শরীর থেকে লাল রক্ত বের হবে। এমনকি আপনার এনিমি কেউ যখন ড্যামেজ দিবেন তার শরীর থেকেও লাল রক্ত বের হবে। আর যখন এনিমিকে কিল করবেন তখন স্ক্রিনের উপরে একটি ডেঞ্জার চিহ্ন আসবে।
আর যদি আপনি dark অপশনটি সিলেক্ট করে খেলেন যখন আপনি জোনের মধ্যে থাকবেন আপনার শরীরে গুলি লাগলে আপনার শরীর থেকে কালো রঙের রক্ত বের হবে। এমনকি আপনার এমনি-মিকে ড্যামেজ দেওয়ার সময়ও এনিমির শরীর থেকে কালো রক্ত বের হবে। আর যখন এনিমিতে কিল করবে তখন হেলমেট টাইপের কোন একটা চিহ্ন উপরে দেখাবে।
আর যদি আপনি এই অপশন থেকে নো ব্লাড অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে আপনি জুনের মধ্যে থাকলে আপনার শরীর থেকে কোন প্রকার রক্ত বের হবে না এমনকি আপনার এনিমিকে ড্যামেজ দেওয়ার সময় ও তার শরীর থেকে কোন প্রকার রক্ত বের হবে না। আমাদের পরামর্শ থাকবে এই অপশন থেকে আপনারা ক্লাসিক অপশনটি সিলেক্ট করে খেলবেন।
১৬তম ধাপঃ
ফ্রী ফায়ার গেম এর সেটিংস এর 16 তম অপশনটি হলো Free Look। এই অপশনটির ডান পাশে দেখতে পাবেন অন এবং অফ নামক দুটি অপশন। যদি আপনি অপশন থেকে অন অপশনটি অন করেন তাহলে আপনি আরও তিনটি অতিরিক্ত অপশন দেখতে পাবেন যথাক্রমে Parachute, Sprint ও Drive। উপরের অপশন এর মতই এই বাকি তিনটি অপশনের ডান পাশও দেখতে পারবেন অন এবং অফ অপশন গুলো।
যদি প্যারাসুট অপশনটি থেকে অনশন টি ক্লিক করে যদি খেলেন তাহলে দেখতে পাবেন আপনার ক্যারেক্টারটি যখন প্যারাসুটে লেন্ডিং করতে থাকবে সেখান থেকেই এনিমিকে পর্যবেক্ষণ করতে পারবে। আর যদি প্যারাসুট থেকে এই অপশনটি অফ করে দাও তাহলে প্যারাসুট ল্যান্ডিং করার সময় কোন প্রকার এনিমি দেখতে পাবে না। তবে এ ব্যাপারে পরামর্শ থাকবে প্যারাসুট থেকে এ অপশনটা অন করে রাখবেন।
একইভাবে স্প্রিন্ট অপশনটি থেকে যদি অন করে খেলেন তাহলে দেখতে পাবেন আপনি যখন দৌড়াবেন তখন স্ক্রিনের ডান পাশে চোখ একটা আইকন আছে সেখানে ক্লিক করে সামনে পেছনে নেমে আছে কিনা সেটার পর্যবেক্ষণ করতে পারবেন। আর যদি স্প্রিন্ট অপশন থেকে অফ অপশনটি ক্লিক করে খেলেন তাহলে দৌড়ানোর সময় চোখের আইকনটি দেখবেন না। তাই আমরা বলব যখন খেলবেন স্প্রিন্ট অপশন থেকে এই অপশনটি অন করে খেলবেন।
একইভাবে ড্রাইভ অপশন থেকে অন অপশনটি ক্লিক করে যদি খেলেন তাহলে দেখতে পারবেন গাড়ি চালানোর সময় পূর্বের অপশনের ন্যায় উপরে একটি চোখের আইকন যেটার উপরে ক্লিক করে আপনি আশেপাশে কোন এনিমি আছে কিনা সেটার পর্যবেক্ষণ করতে পারবেন। আর যদি এ অপশন থেকে অফ অপশনটি ক্লিক করে খেলেন তাহলে স্কিনের উপরে যেই চোখের আইকন ছিল সেটি আর থাকবে না যেটাতে আপনি আশেপাশের এনিমি আছে কিনা সেটা পর্যবেক্ষণ করতে পারবেন না। তাই পরামর্শ থাকবে এই অপশন থেকে অন অপশনটি ক্লিক করে খেলবেন।
১৭তম ধাপঃ
ফ্রী ফায়ার গেমের সেটিংস এর ১৭ তম অপশন টি হল Hitmarker। এই অপশনটি ডান পাশে দেখতে পাবেন ক্লাসিক ও নিউ নামক দুটি অপশন। এই অপশন থেকে যদি ক্লাসিক অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে দেখতে পারবেন এলিমিকে যখন আপনি ড্যামেজ দিবেন তখন ড্যামেজ দেওয়ার সময় লাল চিহ্ন দেখতে পাবেন।
আর যদি আপনি এই অপশন থেকে নিউ অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে দেখতে পাবেন যখন আপনি এনিমিকে ড্যামেজ দিবেন তখন যে চিহ্ন গুলো আছে চিহ্নগুলা লালের মাঝখানে সাদা আকার হয়ে আসবে। এখানে আপনাদেরকে কোন পরামর্শ দিব না কোনটা সিলেক্ট করবেন এটা সম্পূর্ণ আপনার পছন্দমত সিলেক্ট করে খেলতে পারেন।
১৮তম ধাপঃ
ফ্রী ফায়ার গেম সেটিংস এর সর্বশেষ অপশনটি হল Teammate Info। এই অপশনটির ডান পাশে দেখতে পাবেন দুটি অপশন যথাক্রমে ক্লাসিক ও ট্রান্সুলেন্ট। আপনি যদি এই অপশন থেকে ক্লাসিক অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে দেখতে পাবেন আপনি যখন আপনার টিমমেট থেকে আস্তে আস্তে দৌড়ে দূরে চলে যাবেন তখন আপনার টিমমেটের নাম উপরে ভেসে থাকবে আর বুঝতে পারবেন আপনার থেকে আপনার টিমমেট কতটুকু দূরে আছে।
আর যদি আপনারা এই অপশন থেকে ট্রান্সুলেন্ট অপশনটি সিলেক্ট করে খেলেন তাহলে দেখতে পাবেন যখন আপনি আপনার টিমমেট থেকে দৌড়ে দূরে চলে যাবেন আপনার টিম মেটের নাম দেখা যাবে কিন্তু সেটা ঝাপসা ঝাপসা দেখা যাবে। তাই পরামর্শ থাকবে এই দুটি অপশন থেকে আপনি ক্লাসিক অপশনটি সিলেক্ট করে খেলবেন।
শেষ কথাঃ
আশা করি এই আর্টিকেলের উপরে বর্ণিত সবগুলো ইনফরমেশন আপনি পড়েছেন। আমরা যথেষ্ট চেষ্টা করেছি সহজ ভাষায় বুঝিয়ে দেয়ার জন্য। যদি কোন কথা বুঝে না থাকেন তাহলে অনুরোধ থাকবে নিচের কমেন্ট বক্সে আমাদেরকে মেসেজ করার। তবু আশা করি আপনি এখানে যতটুকু বুঝতে পেরেছেন আর সেই মত যদি খেলাতে পারেন তাহলে আপনি ধরে নেন একজন প্রো প্লেয়ার।