কিভাবে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করে? How to Download Free Fire Max?

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। আমাদের মধ্যে এমন অনেক ফ্রী ফায়ার প্লেয়ার আছেন যারা তাদের মোবাইল ফোনে কিংবা পিসি ইমিলেটর এর মধ্যে ফ্রী ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে চাচ্ছেন। যদি আপনি বাংলাদেশী হয়ে থাকেন তাহলে প্লে স্টোরে কখনোই ফ্রি ফায়ার ম্যাক্স ভার্সনটি পাবেন না। ফ্রী ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে হলে কিছু নিয়ম মেনে তারপর ডাউনলোড করতে হবে।

আর আপনি যদি একজন আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে কোন চিন্তা নেই আই স্টোর থেকে চাইলেই আপনি ডাউনলোড করে নিতে পারেন। আই স্টোর এর মধ্যে ফ্রী ফায়ার ম্যাক্স ভার্শন টি এভেলেবেল রয়েছে। তো আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ফ্রী ফায়ার ম্যাক্স আপনার এন্ড্রয়েড ফোনে ডাউনলোড করবেন কিংবা আপনার পিসিতে ডাউনলোড করবেন।

কিভাবে মোবাইল ফোনে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করব?

প্রথম ধাপে আলোচনা করব কিভাবে মোবাইল ফোনে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করবেন। আপনার মোবাইলের মধ্যে নিশ্চয়ই google play store রয়েছে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে গিয়ে যে কোন ভিপিএন আপনি চাইলে লিখতে পারেন। কিন্তু আমাদের পরামর্শ থাকবে Turbo VPN টি ডাউনলোড করার জন্য।

যদিও সেখানে দুইটি ভার্সন এভেইলেবল রয়েছে যথাক্রমে Turbo VPN ও Turbo VPN Lite। আপনার মোবাইলের কনফিগারেশন যদি খুব হাই হয় তাহলে পরামর্শ দিব শুধুমাত্র টার্বো ভিপিএনটি ডাউনলোড করুন। আর যদি আপনার ফোনের কনফিগারেশন আহামরি ভালো না হয় তাহলে টার্বো ভিপিএন লাইট ভার্সন টি ডাউনলোড করেন।

ধরে নিলাম আপনার ভিপিএনটি ডাউনলোড করেছেন। এখন অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর অ্যাপের ডান পাশের সর্ব উপরে পৃথিবীর একটা আইকন আছে সেখানে গিয়ে দেখতে পাবেন কিছু সংখ্যক সার্ভার। এখানে অনেক পেইড সার্ভারো রয়েছে। আপনি চাইলে পেইড সার্ভারও ব্যবহার করতে পারেন।

কিন্তু ফ্রী ফায়ার ম্যাক্স ডাউনলোড করার জন্য ফ্রিতে যেই সার্ভারটি আপনি ব্যবহার করতে পারেন সেটি হলো পরামর্শ মত সিঙ্গাপুর সার্ভারটি ব্যবহার করুন। আপনি চাইলে ইন্ডিয়ান সার্ভারও ব্যবহার করতে পারেন। কিন্তু বাংলাদেশে সিঙ্গাপুর সার্ভারটি খুব ভালো কাজ করে। আর্টিকেলের দিকনির্দেশনা অনুযায়ী আশা করছি আপনি সিঙ্গাপুর সার্ভারটি কানেক্টেড করেছেন।

দ্বিতীয় ধাপে আলোচনা করব এখন কিভাবে গুগল প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করবেন? ফ্রী ফায়ার ম্যাক্স ডাউনলোড করার জন্য আহামরি কিছু করতে হবে না শুধুমাত্র আপনাকে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে “free fire max”।

আর হ্যাঁ তার আগে বলিনি আপনি যখন আপনি প্লে স্টোরে যাবেন আপনার পুরাতন একাউন্টটি পরিবর্তন করে নতুন করে একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করে নিন। আপনি যদি না জানেন কিভাবে গুগল একাউন্ট তৈরি করতে হয় তাহলে ইউটিউব বা গুগলে গিয়ে সার্চ করতে পারেন কিভাবে গুগল একাউন্ট তৈরি করতে হয়। যখন আপনার একটি পরিপূর্ণ নতুন গুগল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তখন চলে আসবেন হোমপেজে। হোমপেজে আসার পর সার্চ বক্সে গিয়ে সার্চ করুন free fire max লিখে।

আরো পড়ুনঃ ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করার নিয়ম।

এইবার দেখুন কি সুন্দর ভাবে গিয়ে ফ্রি ফায়ার ম্যাক্স গেমটি চলে আসছে। তবে এর আগে বলে রাখি আপনি যদি টার্বো ভিপিএনটি অন রেখে ফ্রী ফায়ার ম্যাক্স গেমটি ডাউনলোড করতে যান তাহলে অনেকক্ষণ সময় লাগবে। এর আগে আপনাকে যেটি করতে হবে প্রথমে আগে টার্বো ভিপিএনটি থেকে সার্ভার অফ করে নিবেন মানে ডিসকানেক্ট করে নিবেন।

তারপর আবার প্লে স্টোরে এসে ফ্রী ফায়ার ম্যাক্স গেমটি ইনস্টল বাটনে ক্লিক করে ইন্সটল করে নিন। যদি আপনারা নতুন করে একাউন্টে তৈরি না করেন তাহলে বাংলাদেশ সার্ভারে বা আগের পুরাতন গুগল একাউন্টের মাধ্যমে ফ্রি ফায়ার ম্যাক্স গেমটি আপনার প্লে স্টোরে দেখতে পাবেন না। আর গেমটি ইন্সটল করার আগে vpn থেকে সার্ভার ডিসকানেক্ট করে নিতে হবে তা না হলে আপনার ফ্রি ফায়ার গেমটি ডাউনলোড হতে হতে না হলেও দুই তিন দিন সময় লেগে যাবে।

কিভাবে পিসি থেকে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করব?

এবার আসা যাক কিভাবে আপনার পিসিতে ফ্রী ফায়ার ম্যাক্স গেমটি ডাউনলোড করবেন। আমরা তো প্রায় সবাই জানি ফ্রী ফায়ার গেমটির কোন পিসি ভার্সন নেই। তাই এই গেমটি খেলাতে হলে ইমুলেটরের সাহায্য নিতে হয়। অনেক কোম্পানি অনেক নামে ইমুলেটর বিভিন্ন ওয়েবসাইটে দিয়েছে আপনাদের পছন্দ মতো যে কোন একটি ইমুলেটর ডাউনলোড করে সেখানে আপনার পছন্দের খেলা ফ্রী ফায়ার ম্যাক্স খেলতে পারবেন।

ইমুলেটরের প্রবেশ করে প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন সেখানে Turbo VPN Lite লিখে সার্চ করবেন। আপনাদেরকে টার্বো vpn এর লাইট ভার্সনটা ব্যবহার করতে বলছি এই কারণে কারণ ইমুলেটর অনেক সময় হ্যাং করে। তাই ইমুলেটরে লাইট ভার্সনটা ব্যবহার করাই উত্তম। তবে আপনি চাইলে আপনার কম্পিউটারের কনফিগারেশন এর উপর ভিত্তি করে টার্বো ভিপিএন সরাসরি ডাউনলোড করতে পারেন।

আমাদের পরামর্শ অনুযায়ী আশা করি টার্বো ভিপিএন লাইট ভার্সন ডাউনলোড করেছেন। এই অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করুন। ওপেন করার পর অ্যাপের সর্ব উপরে ডানপাশে পৃথিবীর আইকন দেখতে পাবেন সেখান থেকে যেকোনো দেশের একটি সার্ভার সিলেক্ট করতে পারেন তবে আমাদের পরামর্শ থাকবে সিঙ্গাপুর সার্ভার টি ব্যবহার করার জন্য। কারণ বাংলাদেশে সিঙ্গাপুর সার্ভারটি খুব ভালো কাজ করে। আপনি চাইলে ইন্ডিয়ান সার্ভারটিও ব্যবহার করতে পারেন। আগে নিশ্চিত হয়ে দিন আপনার পছন্দের দেশের সার্ভার কানেক্টেড করেছেন।

আরো পড়ুনঃ ফ্রি ফায়ার ম্যাক্স রেজিস্ট্রেশন করার নতুন নিয়ম

সার্ভার কানেক্ট করার পর পুনরায় চলে আসুন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর পরই আপনি সোজা চলে যাবেন একাউন্ট অপশন। সেখান থেকে পুরাতন একাউন্টটির পরিবর্তে নতুন একটা একাউন্ট তৈরি করতে হবে। add another account অপশন এ ক্লিক করে নতুন করে একটি গুগল একাউন্ট তৈরি করেন।

তারপর অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর পুনরায় ওই অ্যাকাউন্টটি সিলেক্ট করে আবার প্লে স্টোরে হুমপেজে চলে আসেন। হোমপেজে আসার পর সার্চ বক্সে গিয়ে লিখুন free fire max। এইবার দেখতে পাবেন আপনার কাঙ্ক্ষিত সেই ফ্রী ফায়ার ম্যাক্স গেমটি। এর আগে বলে রাখা ভালো গেমটি ইন্সটল করার পূর্বে টার্বো ভিপিএন এ ফিরে যান।

সেখান থেকে আপনার যে সার্ভার টি কানেক্টেড ছিল ওইটা ডিসকানেক্ট করেন আগে। ডিসকানেক্ট করার পর আবার পুনরায় চলে আসুন প্লে স্টোরে এখন আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত সেই ফ্রী ফায়ার ম্যাক্স গেমটি ইনস্টল বাটনে ক্লিক করে ইন্সটল করতে পারেন। আপনার মনে প্রশ্ন জাগতে পারে ফ্রী ফায়ার ম্যাক্স গেমটি ডাউনলোড করতে হলে টার্বো ভিপিএন এর সার্ভার ডিসকানেক্টেড কেন করতে হবে।

আপনি যদি সার্ভার কানেক্ট রেখে এই গেমটি ইন্সটল করতে যান তাহলে আপনার প্রায় দুই থেকে তিন দিন সময় লেগে যাবে ডাউনলোড হতে হতে। গেমটি ডাউনলোড করার পর আর আপনাকে কোন চিন্তা করতে হবে না এর জন্য আলাদা কোন ভিপিএনও ব্যবহার করতে হবে না। যদি আলাদা কোন সার্ভারের দরকার হয় তাহলে ইউটিউবে গুগলে অনেক কনটেন্ট রয়েছে সেখান থেকে জেনে আসুন কোন ভিপিএন ব্যবহারের মাধ্যমে ফ্রি ফায়ার ম্যাক্স ভালো খেলা যায়।

শেষ কথাঃ

আপনাদের সুবিধার্থে এই আর্টিকেলে খুব সংক্ষিপ্ত ও সাহস ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে ধন্যবাদ আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। এখন আপনি চাইলে আপনার ফোনে ফ্রী ফায়ার ম্যাক্স গেমটি ডাউনলোড করতে পারেন এবং আপনার বন্ধুদেরকেও একই ভাবে ডাউনলোড করার পরামর্শ দিতে পারেন। আর কেউ যদি না বুঝে তাহলে আমাদের এই আর্টিকেলটি তাদের মাঝে শেয়ার করে দিন।