পাবজি কেন, যে কোন গেম খেলতে খেলতে নামাজ-রোজা, পড়াশোনা, নিজের দায়িত্ব সব ভুলে যান, মনে হয় সেই কাজই সব- তাহলে সেটা হারাম। গেম গুলো আপনাকে দেখায় সবাই শত্রূ, এদের মেরে ফেলো। খেলে উঠে আশেপাশের সবাইকে অনেক সময় শত্রূ মনে হয়। আবার রেগে গেলে মনে হয় হাতে কিছু থাকলে গেমের মত সবগুলোকে যদি শেষ করতে পারতাম?
আবার কোন গেমে কারো ঘরে ইচ্ছে মত ঢুকে তার সাথে সেক্স করা যায়। তখন উঠে মনে হয় যদি বাস্তবটাও এমন হতো? যদি মনে হয় সে গেম হারাম। কারণ এই গেমগুলো খেলতে খেলতে একসময় আপনার গেম আর বাস্তবতার মধ্যে কোন পার্থক্য মনে হয় না। গেমের একটা রেশ থেকেই যায়। কখন আপনি মারমুখো হয়ে গেছেন কখন কার সাথে কী শুরু করেছেন সেই নিয়ন্ত্রন যদি না থাকে তার মানে আপনি হারাম কাজে ডুবে গেছেন, শয়তানের পথে হাটছেন।
পাবজি (PUBG) গেম খেলা ইসলামে কি হারাম না হালাল?
‘যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয় আমি তার জন্যে এক শয়তান নিয়োজিত করি। অতপর সে তার সঙ্গী হয়।’ (সুরা যুখরুফ : আয়াত ৩৬)
যে কোন প্রকার জিনিষ যা আল্লাহ-কে বিশ্বাস অথবা তাকে মনে করা অথবা তাকে ভয় করা থেকে আপনাকে ভুলিয়ে রাখে, আল্লাহ-র উপর থেকে বিশ্বাস নষ্ট করে, আপনাকে মানুষ থেকে পশুর মত আচরণ করতে বাধ্য করে তাই হারাম।
কিন্তু এই খেলাটা যদি নিজের নিয়ন্ত্রনে থাকে, সময় নষ্ট না হয়, আপনাকে মারমুখো পশুতে না পরিবর্তন করে, অশ্লীলতায় না ডোবায়, তাহলে হয়তবা হারাম নয়।
আবূ হোরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: মহামহিম আল্লাহ্ বলেন,
আদম সন্তান সময়কে গালি দেয়। অথচ আমিই সময় এবং কাল, রাত-দিন আমারই নিয়ন্ত্রণে রয়েছে।
[সহীহ মুসলিম হাদিস- ৫৬৯৭]
টীকা: “আমিই সময়”-এর অর্থ এ নয় যে, আল্লাহ্ তা’আলা হচ্ছেন বিশ্বের সময় জ্ঞাপক শক্তি। বরং এর অর্থ হচ্ছে রাত-দিনের আগমন-নির্গমন, রাতের পেছনে দিন ও দিনের পেছনের রাতের আগমন, ঋতুর পরিবর্তন, সবকিছুই আল্লাহ্ তা’আলার নিয়ন্ত্রণাধীন। তিনিই সময়কের নিয়ন্ত্রণ করেন। এসব কিছুই তাঁর হুকুমের অধীন।
আরো পড়ুনঃ কীভাবে গেমিংয়ের আসক্তি থেকে মুক্তি পাব?
তার মানে আল্লাহ সময়কে সৃষ্টি করেছেন তাকে কে বিশ্বাস করে সময় দিয়ে পরীক্ষা করতে। এই সময়কে যখন আপনি নষ্ট করেন, অবহেলা করেন অপ্রয়োজনীয় কাজে ব্যয় করেন- আল্লাহকেই আপনি অসম্মান করেন। কারণ সময়টা তাঁর বিশেষ নেয়ামত।
কেয়ামতের দিন মহান আল্লাহ-র কাছে এই সময় কী কাজে ব্যয় করা হয়েছে জবাব দিতে হবে। আমরা কী সেজন্য প্রস্তুত?